Shillong, Meghalaya, India, 2010
হঠাৎ দেখা
দুই স্রোতের হঠাৎ দেখা হয়ে যাওয়া,
মানে বিপুল সম্ভাবনার সমাপতন।
উৎস তাদের একই নদী,
যে মা একদিন স্থির করেছিল,
দুই স্রোত আলাদা খাতে বইলে,
কত ঊষর ভূমি নতুন প্রান পাবে ।
এক মূলস্রোত হয়ে থাকলে ভালোই হতো,
বস্তুত পরিস্থিতি বাধ সেধেছিলো সেদিন।
দুই স্রোতের হঠাৎ দেখা হয়ে যাওয়া,
মানেই হিসেবের খাতায় উঁকি দেয়া।
ভাগ্যদেবতা কার প্রতি ছিল সুপ্রসন্ন,
কার জন্য তোলা ছিল অভিশাপ।
এমন অগণিত স্মৃতি-বিস্মৃতি, হাসি-কান্না
চড়াই-উতরাই, পার করতে পারলে,
দুই স্রোত পৌঁছবে চেনা স্বস্তির উপত্যকায়।
তখন তাদের অঙ্গে বেজে উঠবে,
বর্তমানের নৈশব্দভেদি অমোঘ কড়া নাড়া।
জানি, তারা আবার এক হলে,
রবি বাবুর পাঠককুলের জুড়াবে প্রাণ;
কিন্তু ইতিহাস যে হারাবে অবকাশ,
নতুন স্রোত সৃষ্টির।
জন্ম নেবে গভীর নিরাপত্তা,
কেবল অচিরেই মারা যাবে
হঠাৎ দেখা হয়ে যাওয়ার,
সেই সম্ভাবনার দারুন সমাপতন।
interests
Personal essay titled ‘Insufficient Charge’ published in Wilderness House Literary Review.
Screenwriter and film enthusiast; wrote and directed a short film "The Brethren" (2014).
Avid reader, writer, debater, and photographer; serving as the editor-in-chief of a social magazine, "The Peephole Journal" that tackles socioeconomic and political issues through articles, sketches, paintings, and photographs (2012 onwards).
"The Dark Secret" was published in Missouri S&T's annual magazine Southwinds.
'Food break' December 2021
'Lost in woods' December 2021
'Onset of summer' April 2022
Certification Courses
Spanish Vocabulary: Meeting People (University of California Davis)
Songwriting: Writing the Music (Berkeley School of Music)
Seeing through Photographs (The Museum of Modern Art)
Wine Tasting: Sensory Techniques for Wine Analysis (University of California Davis)